ফখরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার: সহিংসতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর কদমতলী থানায় ২০১২ সালের ডিসেম্বরে গাড়ি ভাঙচুরের অভিযোগে করা এ মামলায় গতকাল রোববার গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার মহানগর হাকিম ইউনুস খান। এ মামলার এজাহারে ফখরুল আসামি ছিলেন না। তবে অভিযোগপত্রে আসামির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগপত্র দেয়ার পর আদালতে আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা ফখরুলের অনুপস্থিতিতে গতকাল রোববার এ আদেশ দেন আদালত।