গ্রামীণফোনের ফ্রি ফেসবুক ব্রাউজ সেবা

স্টাফ রিপোর্টার: গ্রাহকদের বিনামূল্যে ফেসবুক ব্রাউজ করার সেবা দিতে যাচ্ছে মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন। গ্রামীণফোনের যেকোনো ইন্টারনেট প্যাকেজ গ্রাহক পরবর্তী ঘোষণা পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো ডাটা চার্জ ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবেন। আজ ১৫ সেপ্টেম্বর (সোমবার) থেকে এ সেবা চালু হতে যাচ্ছে। এজন্য আলাদা কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। গতকাল রোববার রাজধানীর স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে। বাংলাদেশে ১১ কোটির বেশি মানুষের মোবাইল সংযোগ আছে এবং অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছেন। তবে ইন্টারনেট ব্যবহার ক্রমাগত বাড়লেও এখনও জনসংখ্যার একটি বিরাট অংশ ইন্টারনেট সুবিধা সম্পর্কে জানেন না। অ্যালান বঙ্কে বলেন, আমরা মনে করি যার মোবাইল সংযোগ আছে তার ইন্টারনেট সংযোগ না থাকার কোনো কারণ নেই।