মুজিবনগরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মুজিবনগর উপজেলামাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়াজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সহসভাপতি আ. মোমিন চোধুরী, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আফিলউদ্দীন। বঙ্গবন্ধ ফুটবলে যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফুটবলে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীন।