খবর:(জীবননগর সীমান্ত দিয়ে দেদারছে পাচার হচ্ছে ইলিশ ও রসুন)
দাদা খাবেন সরষে ইলিশ
রসুন খুবই দরকার,
মাঝে মাঝে লরি ভরে
দেয় পাঠিয়ে সরকার।
তোমার দাদা আমার দাদা
মনটা ওনার বেজায় শাদা
কাছের মানুষ পাশের মানুষ
বলুন উনি পর কার?
আমরা ঠিকই ইলিশ পাঠাই
দাদা পাঠান ফেনসিডিল,
সাথে কিছু আফিম গাঁজা
না হয় কিছু দেন সিডিল।
সিডিলে হয় ঘুম;
আমরা খুশি দাদাও খুশি
টাক ডুমা ডুম ডুম।
-আহাদ আলী মোল্লা