হাসিনা-মোদি নিউইয়র্কে বৈঠক করবেন ২৭ সেপ্টেম্বর

 

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈঠক করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনের ফাঁকে দু প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা বলবেন।

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশন।

গত মে মাসে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটি হবে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক। নিউইয়র্ক ছাড়াও আগামী নভেম্বরে নেপালে দু প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে। ওই সময় তারা দুজন সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।