দৌলতপুরের অসংখ্য বসতবাড়ি স্কুল মাদরাসা ও মসজিদ পদ্মায় বিলীন

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় পানি কমে যাওয়ায় ইসলামপুর থেকে আবেদের ঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে ৫ শতাধিক ঘর-বাড়ি এবং ৬শ হেক্টর আবাদি জমি তলিয়ে গেছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে সদ্য নির্মিত ভারত-বাংলাদেশ বিদ্যুত সঞ্চালন লাইনও।

ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখা গেছে, মহিষকুণ্ডি-রায়টা বেড়ি বাঁধ ভেঙে ইসলামপুর থেকে আবেদের ঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনের ফলে ইসলামপুর, ফিলিপনগর, উত্তর ফিলিপনগর ও গোলাবাড়ি গ্রাম পদ্মায় বিলীন হওয়ার পথে।  এছাড়া ভাঙনের মুখে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়, ইসলামপুর মক্তব ও খানকা শরিফ, ইসলামপুর বাজার, চাইপাড়া জামে মসজিদ, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়, ফিলিপনগর সংযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাচারীপাড়া প্রাথমিক বিদ্যালয়, উত্তর ফিলিপনগর প্রাথমিক বিদ্যালয়, গোলাবাড়িয়া মাদরাসা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমূল হক পাভেল জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িক পদক্ষেপ হিসেবে বালির বস্তা ফেলতে দু লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন জানান, সেখানে পদ্মার বর্তমান অবস্থা খুবই বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

ভাঙনের হাত থেকে রক্ষার জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে প্রেরণ করলেও এখনো বরাদ্দ না পাওয়ায় কিছুই করা সম্ভব হচ্ছে না।