রাতের আঁধারে দেদারছে ভারতে পাচার হচ্ছে ইলিশ ও রসুন

 

জীবননগর ব্যুরো: রাতের আঁধারে জীবননগর সীমান্ত দিয়ে দেদারছে ভারতে পাচার হচ্ছে ইলিশ ও রসুন। এক শ্রেণির অসাধু ব্যক্তি ভারতে ইলিশ ও রসুন পাচারে মেতে উঠেছে। প্রতিরাতে বিপুল পরিমাণ ইলিশ মাছ পাচার হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের দাম আকাশচুম্বি বলে অভিযোগ।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, নদীতে ইলিশ মাছ প্রচুর পরিমাণ ধরা পড়লেও স্থানীয় বাজারে এর কোনো প্রভাব পড়ছে না। ৫০০ থেকে ৭০০ গ্রাম প্রতি কেজি ইলিশ এখানে বিক্রি হচ্ছে ৬শ ও ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার টাকা দরে। দেশের বিভিন্ন স্থানে ইলিশ কম দামে বিক্রি হলেও চোরাচালানের কারণে জীবননগরে ইলিশের দাম কমছে না বলে ভোক্তাদের অভিযোগ।

একাধিক সূত্রে জানা যায়, চিহ্নিত চোরাচালানী ছাড়াও ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা সুবিধাবাদী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নামধারী একটি গ্রুপ সীমান্তে নিয়োজিত সীমান্তরক্ষী বাহিনীকে ম্যানেজ করে দেদারছে ইলিশ ও রসুন পাচার করছে। রাত নামলেই ছোট পিকআপ ও অন্যান্য বাহনযোগে মাছ ও রসুন পাচার করা হচ্ছে বলে জানা গেছে।