স্টাফ রিপোর্টার: মেহেরপুর সিংহাটির ৬ বছরের শিশু ইউনুসকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে তাকে প্রতিবেশীর বাড়ির পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরিবারের সদস্যরা ধারণা পোষণ করে বলেছে, প্রতিবেশীর বাড়ির ঘরের ছাদে উঠে খেলতে গিয়ে সে পড়ে আহত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ইউনুস মেহেরপুর জেলা সদরের পিরোজপুর ইউনিয়নের সিংহাটি গ্রামের মতিয়ার রহমানের ছেলে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো।