মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবনে ইট পড়ে বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় দুপুরে জর্জ টাউনে তুন দার লিম চং এক্সপ্রেসওয়তে এ দুর্ঘটনা ঘটে বলে সেদেশের সংবাদপত্র দ্য স্টারের অনলাইন সংস্করণে বলা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে আটজন শ্রমিক কাজ করছিলেন। ওই সময় ক্রেন থেকে ২০০টি ইট একসাথে পড়ে। মাথায় ইট পড়ে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুজন। হতাহত শ্রমিকদের সবাই বাংলাদেশি বলে জানা গেছে। তবে কারো পরিচয় তারা দেয়নি। শুধু জানিয়েছে, নিহতের বয়স ৩০ বছর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালয়েশিয়ায় নির্মাণশিল্পে বহু বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এর মধ্যে গত আগস্টে এক দুর্ঘটনায় দুজন মারা যান।