খবর:(চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খাবার বিতরণে আবারও অনিয়মের অভিযোগ)
রোগীর খাবার চুরি করে খায় কারা
গোপন গোপন দরজা খুলে যায় কারা
পাউরুটি ডিম কলা ভাগে পায় কারা?
জানা ওসব জানা;
বলতে আছে মানা।
চোর বেটাদের খুব গুণগান গায় কারা
দাপট নিয়ে উল্টো পানে ধায় কারা
বসের কাছে নেয় প্রতিদিন ঠাঁই কারা?
জানা ওসব জানা;
বলতে আছে মানা।
চাউল বেচে করে অসৎ আয় কারা
চোরে চোরে মাসতুতোনি ভাই কারা
বড় চোরের জোগায় এত লাই কারা?
জানা ওসব জানা;
বলতে আছে মানা।
-আহাদ আলী মোল্লা