আর্জেন্টিনায় ফুটবলারের জার্সি খুলে নিল হুলিগানরা

মাথাভাঙ্গা মনিটর: ম্যাচ চলছে, এমন সময়ে মাঠে ঢুকে পড়লো কয়েকজন দর্শক। এক খেলোয়াড়ের জার্সিতেও হাত দিলো তারা। শেষে ওপরের জামা আর প্যান্ট দুটোই খুলে নিয়ে মাঠ ছাড়লো এ ফুটবল-সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে আর্জেন্টিনার চতুর্থ বিভাগের একটি ম্যাচ চলাকালে। ম্যাচের ৬০তম মিনিটে মাঠে ঢুকে পড়ে তিনজন ফুটবল-সন্ত্রাসী। তারা সোজা চলে যায় দেপোর্তিভো ইতালিয়ানো ক্লাবের মিডফিল্ডার এলিয়াস দি বিয়াসির কাছে। এরপর সবাইকে অবাক করে একে একে হুলিগানরা খুলে নেয় বিয়াসির পোশাক। ভাগ্যিস জার্সির নীচে তার আরেকপ্রস্ত কাপড় ছিলো, তাই নাঙ্গা হতে হয়নি! ঘটনাটি নিয়ে বিয়াসি পরে বলেন, আমি প্রথমে তাদের আটকাতে চেষ্টা করি। কিন্তু তারা ছিল তিনজন। এ ঘটনায় পুলিশ কাউকে প্রেপ্তার করেনি। গ্যালারিতে থাকা কয়েকশ’ দর্শক বিষয়টিতে মজাই পান। ফুটবল-সন্ত্রাসী বা হুলিগানদের মাঠে ঢুকে পড়া কিংবা মারামারি করার উদাহরণ অনেক আছে। কিন্তু ম্যাচ চলার সময় মাঠে ঢুকে খেলোয়াড়ের জার্সি খুলে নেয়ার ঘটনা আর্জেন্টিনার ফুটবলে এটাই প্রথম বলে ধারণা করা হচ্ছে।