চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খাবার সরবরাহে আবারও অনিয়মের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খাবার সরবরাহে আবারও অনিয়মের অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার ফুলবানু খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ তুলে বলেন, আমি আজ ৪/৫ দিন ভর্তি হয়েছি। বৃহস্পতিবার (গতপরশু) খাবার দিলেও শুক্রবার (গতকাল) আমাকে একবারও খাবর দেননি। ফুলবানু সমশেরের স্ত্রী। তিনি ফিমেল ওয়ার্ডে ভর্তি আছেন। অভিন্ন অভিযোগ করলেন মেল ওয়ার্ডে ভর্তি থাকা পৌর এলাকার কলোনিপাড়ার মৃত রহমতুল্লাহ শেখের ছেলে কাশেম। শুধু খাবারই ঠিকমতো রোগীরা পান না এমনটি না, ঠিকমতো নাস্তাও পান না রোগীরা। আর মাছ-মাংসের টুকরো এতোটাই ছোট একটু ঝোল বেশি হলে আর মাছ-মাংস খুঁজে পাওয়া যায়। অথচ হাসাপতালে রাঁধুনি সুফিয়া খাতুন মাঝেমাঝেই রান্নার বিভিন্ন উপকরণ চুরি করে নেয়ার পথে ধরা পড়েন। তারপরও কর্তৃপক্ষের উদাসীনতা কাটে রহস্যজনক কারণে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দেখবে বলে ভুক্তভোগীরা আশা করছে।