ভাটুই নদী থেকে লাশ উদ্ধার : পরিচয় মেলেনি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার খারসকররা ইউনিয়নের পার লক্ষ্মীপুর ভাটুই নদী থেকে মানুষের গলিত লাশ গতকাল শুক্রবার উদ্ধার করা হয়। লাশ পানি থেকে তোলার পরও নিশ্চিত হওয়া যায়নি পুরুষ না মহিলা। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে ময়নাতদন্ত করা হয়। গত পরশু পারলক্ষ্মীপুরের এক কৃষক পাট জাগের জন্য ভাটুই নদীর শেওলা পরিষ্কার করতে গেলে গলিত লাশের সন্ধান মেলে।