পাবনায় অতিরিক্ত মাদক সেবনে দুজনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত মাদক সেবনে মুনসুর রহমান (৪৫) ও সামাদ মোল্লা (৫৫) নামের দু মাদকসেবীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার মালগুদাম সেড চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুনসুর রহমান ও সামাদ মোল্লা নামের দু মাদকসেবী ঈশ্বরদীর বিভিন্ন মাদক স্পটে নিয়মিত মাদক সেবন করে রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান করতেন। গতকাল শুক্রবার দুপুরে স্টেশনের আশেপাশেই কোনো একটি মাদক স্পটে মাত্রাতিরিক্ত মাদক সেবনের ফলে তাদের মৃত্যু হয়।

পুলিশ আরো জানায়, তারা দুজনই ঈশ্বরদীতে ভাসমান অবস্থায় থাকতেন। এ কারণে তাদের ঠিকানা জানা যায়নি। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। তারা মাদকসেবী ছিলেন এবং অতিরিক্ত মাদক সেবনের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।