দুর্গাপূজায় তিনদিনে ছুটি চায় হিন্দু মহাজোট

 

স্টাফ রিপোর্টার: দুর্গা পূজায় একদিনের বদলে তিনদিন ছুটিসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, সংবিধানে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও সুবিধার বিধান থাকলেও এদেশের হিন্দু সম্প্রদায় তা থেকে বঞ্চিত। হিন্দু মহাজোট চট্টগ্রাম শাখার আহ্বায়ক যিশু কৃষ্ণ রক্ষিত বলেন, এদেশের হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পরিবারের সবাই এ উৎসবে একত্রিত হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। অথচ মাত্র একদিন সরকারি ছুটি থাকায় হিন্দু সম্প্রদায় পরিবারের সাথে উৎসব পালন করতে পারে না। সমাবেশ থেকে বক্তারা শারদীয় দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির দাবি জানান। এছাড়া সংসদে ৬০টি আসন ও সংখ্যালঘু বিষয়ক আলাদা মন্ত্রণালয়ের দাবিও তোলেন বক্তারা। সংগঠনের উপদেষ্টা জহরলাল চক্রবর্তী বলেন, দেশের বিভিন্ন স্থানে মঠ-মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, বাড়িঘরে হামলা, লুঠপাট ও নির্যাতন চলছে। হিন্দু নির্যাতন নিয়ে ইংল্যাণ্ড ও আমেরিকার সংসদে আলোচনা হয়। কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদ নীরব থাকে।