স্টাফ রিপোর্টার: দুজন নৈশপ্রহরী থাকা সত্ত্বেও দামুড়হুদার ওদুদ শাহ ডিগ্রি কলেজে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে লোহার ক্লপসেবল গেটের তালা ভেঙে চোরেরা চুরি সংঘটিত করে। লাইব্রেরি রুম থেকে একটি কম্পিউটারের মনিটর ও মাউস চুরির পর অধ্যক্ষের রুমের তালা ভাঙলেও ওই রুমে চুরি হয়নি।
কলেজসূত্রে জানা গেছে, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজে নুর হোসেন ও আমিন নামের দুজন নিয়োগপ্রাপ্ত নৈশপ্রহরী রয়েছেন। তারা ওই রাতে কলেজ পাহারায়ও ছিলেন। তা সত্ত্বেও রাতে চোরেরা পাঁচিল টপকে ভেতরে ঢোকে। পরে তারা ক্লবসেবল গেটের তালা এবং লাইব্রেরি রুমের তালা ভেঙে কম্পিউটারের একটি মনিটর ও মাউস চুরি করে। পাশের অধ্যক্ষের রুমের তালা ভাঙলেও চোরেরা ভেতরে ঢুকতে ব্যর্থ হয়। নৈশপ্রহরী দুজনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করে কলেজ কর্তৃপক্ষ। বেলা ১০টার দিকে খবর পেয়ে থানা পুলিশের এসআই তোবারক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু উপস্থিত ছিলেন। সূত্র জানায়, ইতঃপূর্বে কলেজে আরো দুবার চুরি হয়।