আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হিজুলী সড়কে মোটরসাইকেল ও আগলামন মুখোমুখি সংঘর্ষে দুজন মাদরাসা শিক্ষক আহত হয়েছেন।
এলাকাসূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হিজুলী মনোয়ারা ইসলামিয়া মাদরাসার মুফতি মাও. সিরাজুল ইসলাম ও গাফফারুল ইসলাম মোটরসাইকেলযোগে আমঝুপি যাওয়ার পথে হিজুলী পান্তার মাঠে বিপরীত দিকে থেকে একটি আগলামন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওপরে চালিয়ে দেয়। এতে দু শিক্ষক ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যান এবং দুজনের পা ভেঙে যাওয়াসহ রক্তাক্ত জখম হন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এদিকে গতকাল বৃহস্পতিবার হিজুলী গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে আসলাম (৩০) আগলামনে করে আমের চারা নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৭টার দিকে গাংনীর মালশাদার কাছে ইটবোঝাই অপর আগলামনের ধাক্কায় তার বাম পা ভেঙে গেছে। পরে পথচারীরা তাকে গাংনী হাসপাতালে ভর্তি করে দেয়।