মেহেরপুরের গাংনীতে পুলিশ সুপারের মতবিনিময়সভা

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের নবাগত পুলিশ সুপার হামিদুল আলমের সাথে সংরক্ষিত মহিলা এমপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বিশ্বাসে সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু। উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আবুল আমিন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মনিরুল হক, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সবুক্তিগীন মাহমুদ পলাশ।