বিশ্বকাপে ক্রিকেটারদের ফাঁসাতে মধু ফাঁদ

 

মাথাভাঙ্গা মনিটর: আসন্ন বিশ্বকাপে ক্রিকেটারদের ফাঁসাতে নারী এজেন্টদের ব্যবহার করা হতে পারে। গতকাল বুধবার এমনটি জানিয়েছে আয়োজক নিউজিল্যান্ডের পুলিশ বিভাগ। এজন্য বিশ্বকাপের সময় অপরিচিত নারীদের থেকে ক্রিকেটারদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন তারা। দেশটির পুলিশ প্রধান সান্দ্রা ম্যান্ডারসন সতর্ক করে জানিয়েছেন, ক্রিকেটারদের সাথে ঘনিষ্ঠতার সুযোগ পেলে এসব নারীরা দুর্বল মুহূর্তের ছবি তুলে রাখতে পারে। আর ক্রিকেটাররা তাদের চাহিদামত তথ্য সরবরাহ করতে রাজি না হলে ওই সব ছবি জনসমক্ষে প্রকাশ করে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলও করতে পারে। নিউজিল্যান্ড পুলিশ তাদের নাম দিয়েছে ‘বোম’।

Leave a comment