ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের জয়

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের প্রথম রাউন্ডের মতো কষ্টেসৃষ্টে জয় নিয়ে ফিরেছে ব্রাজিল। টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলেও খেলায় ছিলো না সেই ধার। ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে তাই এলো ১-০ গোলের এক বিবর্ণ জয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে গত মঙ্গলবার রাতে চেলসির মিডফিল্ডার উইলিয়ানের প্রথমার্ধের গোলটি জয় এনে দিয়েছে দুঙ্গার দলকে। চার দিন আগে মায়ামিতে প্রথম ম্যাচে নেইমারের জাদুতে একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়েছিলো ব্রাজিল। ম্যাচের ৩১তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন উইলিয়ান। ফ্রিকিক থেকে অস্কার বল দেন নেইমারকে; ব্রাজিল অধিনায়কের বুদ্ধিদীপ্ত পাস ফাঁকায় দাঁড়ানো উইলিয়ানকে খুঁজে নেয়। সেখান থেকে গোলরক্ষককে ফাঁকি দেন চেলসি মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের শুরুতেই সহজ গোলের সুযোগ নষ্ট করেন নেইমার। ৬২তম মিনিটে ফেলিপে লুইস বাঁচান ব্রাজিলকে, গোললাইন থেকে ফিরিয়ে দেন এনের ভালেন্সিয়ার হেড। ৭৭তম মিনিটে  আরেকবার গোলবঞ্চিত হন ব্রাজিলের পোস্টারবয় নেইমার। এভাবে শেষ মুহূর্তে আরো কয়েকটি সুযোগ পেলেও, তা থেকে গোল আদায় করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত একমাত্র গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় হারানো দিন খুঁজে ফেরা ব্রাজিলকে।