এবার আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

স্টাফ রিপোর্টার: চলতি ওয়েস্ট ইন্ডিজ সফর বাংলাদেশ ক্রিকেট দলের জন্য যেন এক দুঃস্বপ্ন হয়ে হাজির হয়েছে। দলের ধারাবাহিক ব্যর্থতার পাশাপাশি একের পর এক দুঃসংবাদের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে ইতোমধ্যেই সন্দেহের শিকার হয়েছেন স্পিনার সোহাগ গাজী। এবার এ তালিকায় যোগ হলেন পেসার আল-আমিন হোসেন। বাংলাদেশি এ পেসারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ফলে আগামী ২১ দিনের মধ্যেই আইসিসির স্বীকৃতি পরীক্ষাগারে বোলিং পরীক্ষা দিতে হবে আল-আমিনকে। তবে আইসিসি কর্তৃক আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন ২৫ বছর বয়সী এ পেসার। দল ব্যর্থতার জালে আটকে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সফরে বেশ সফল আল-আমিন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুশফিকরা হোয়াইটওয়াশ হলেও দলের পক্ষে ১০ উইকেট দখল করেন এ ডানহাতি বোলার। বাংলাদেশের হয়ে ২০১৩ সালের অক্টোবর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক আল-আমিনের। ছোট্ট এ ক্যারিয়ারে এ পর্যন্ত দেশের হয়ে ৪টি টেস্ট, ৯টি ওয়ানডের ও ৯টি টি-টিয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটের চেয়ে ওয়ানডে ও টি-টিয়েন্টিতেই বেশি সফল আল-আমিন। ৯টি ওয়ানডে খেলে পেয়েছেন ১৬টি উইকেট এবং সমান ৯টি টি-টিয়েন্টিতে উইকেট সংখ্যা ১২টি। এছাড়া ৪টি টেস্ট খেলে ৬ ইনিংসে মাত্র ৩টি উইকেট লাভ করেন ঝিনাইদহের এ বোলার।