মোস্তাফিজুর রহমান কচি/শরিফ রতন: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিদ্যুতের লোডশেডিং চরম আকার ধারণ করেছে। লাগাতার এ লোডশেডিঙের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দিনে তো বিদ্যুত থাকছেই না সন্ধ্যা নামার সাথে সাথে চলে যাচ্ছে বিদ্যুত। ফলে বিরাজ করছে এক ভুতুড়ে অবস্থা। বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে ছেলে-মেয়েদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্ধ রয়েছে ছোট-খাটো কল-কারখানাগুলো। বিদ্যুতের এ লুকোচুরি খেলায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ১ মাস আগে বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক থাকলেও বর্তমানে বিদ্যুতের টানা লোডশেডিং কেন হচ্ছে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। বিষয়টির প্রতি পল্লি বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর দেয়া জরুরি বলে জানিয়েছে এলাকাবাসী।