আনছারবাড়িয়া রেলস্টেশন পরিদর্শন করবেন রেলওয়ের স্থানীয় কমিটির সদস্যসহ পদস্থ কর্মকর্তারা

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের জাতীয় স্থায়ী কমিটির সদস্য চুয়াডাঙ্গা-২ আসনের জাতীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ও রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আগামীকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার আনছারবাড়িয়া রেলস্টেশন পরিদর্শন করবেন। এ উপলক্ষে জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল গতকাল বৃহস্পতিবার বিকেলে আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আনছারবাড়িয়া রেলস্টেশন রক্ষা ও উন্নয়ন কমিটির নেতৃবৃন্দর সাথে মতবিনিময়সভায় মিলিত হন। ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত মতবিনিময়সভায় পরিদর্শন সফল করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, যুগ্মসাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, স্টেশন রক্ষা ও উন্নয়ন কমিটির সহসভাপতি মহাসীন আলী খান, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডা. মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, জীবননগর উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈসা, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা শিপলু, সোহরাব আহম্মদ, পৌর ছাত্রলীগের সভাপতি মানিক, যুবলীগ নেতা শাহা আলম শরিফুল ইসলাম ছোট বাবু ও ইনামুল হক।