বাসায় সিলিং ফ্যান থেকে মামুনের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা ছেলে রংপুরের ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে টাকা অনিয়মের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভাণ্ডারদহ গ্রামের ছেলে রংপুর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রংপুরের দর্শনা এলাকার ভাড়ার বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গার ভাণ্ডারদহ গ্রামে তার লাশ দাফন করা হয়। তিনি বেশ কিছু দিন ধরে ব্যাংকের টাকা অনিয়ম করার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারিতে ছিলেন বলে পারিবারিকসূত্রে জানা গেছে।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভাণ্ডারদহ গ্রামের আইনুল মাস্টারের ছেলে রংপুরের দর্শনা শাখা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ছিলেন। তার বিরুদ্ধে ব্যাংকের ৪ লাখ টাকা অনিয়মের অভিযোগ ওঠে। গত সোমবার রাতে তার বাসায় ব্যাংকের কর্মকর্তারা এ নিয়ে তাকে জেরা করেন। সকালে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে চুয়াডাঙ্গায় পাঠায়। গত মঙ্গলবার রাত ৩টার দিকে তার লাশ নিজগ্রামে পৌঁছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তার দাফন সম্পন্ন হয়।