পলাশের দোকান থেকে বিপুল চোরাই চাল ও মবিল উদ্ধার : ভগ্নিপতি সিরাজ আটক

চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডে ঢাকা ডিবি পুলিশের চোরাই মালামাল উদ্ধার অভিযান

 

স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে ডাকাতি হওয়া ১৭০ বস্তা চাল চুয়াডাঙ্গা থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের কামাল উদ্দিন চাউল ঘর/ঢাকা টায়ার অ্যান্ড মবিল হাউস থেকে এসব চাল গতকাল বিকেলে উদ্ধার করা হয়। একই সাথে চালঘরের ম্যানেজার সিরাজুলকে আটক করা হয়েছে। আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতারকৃত পটুয়াখালীর নিরাপদ ভাণ্ডারীর দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল চুয়াডাঙ্গায় এ অভিযান চালায় ডিএমপি ডিবি পুলিশ।

সূত্র জানায়, গত ২০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ডাকাতদল চাল ও মবিল বোঝাই বেশ কয়েকটি ট্রাক ছিনতাই করে। এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পুলিশ দুদিন আগে পটুয়াখালীর নিরাপদ ভাণ্ডারী নামের একজনকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক ডিবি পুলিশের এসি নাসের মাহমুদের নেতৃত্বে ঢাকা ডিবি পুশের একটি টিম গতকাল বুধবার দুপুরে অভিযান চালায়। চুয়াডাঙ্গা সদর থানার এসআই কাজী নাসিরুল ইসলামের সহযোগিতায় ডিবি পুলিশ চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের কামাল উদ্দিন চাউল ঘর/ঢাকা টায়ার অ্যান্ড মবিল হাউসে অভিযান চালায়। সেখান থেকে চোরাই ১৭০ বস্তা চাল উদ্ধার করে তারা। এ সময় চালঘরের মালিক পলাশের ভগ্নিপতি চালঘরের ম্যানেজার চুয়াডাঙ্গা শ্যাকরতলাপাড়ার ইয়াদ মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম সিরাজকে (৫০) আটক করা হয়। ডিবি পুলিশের এসি নাসের মাহমুদ এই প্রতিবেদককে জানান, চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের কামাল উদ্দিন চাউল ঘর/ঢাকা টায়ার অ্যান্ড মবিল হাউসের মালিক পলাশের বিরুদ্ধে ফেনসিডিলের ব্যবসা, গাড়ি চুরিসহ বিভিন্ন অভিযোগ আছে। তাকে খোঁজা হচ্ছে।