খবর:(স্টেশন মাস্টার ঘুমিয়ে : আউট সিগন্যালে ৭ মিনিট সীমান্ত)
রেলগাড়ি যায় আবার আসে
কাটাই আমি ঘুমিয়ে,
আরাম বিরেম করা ভালো
বুঝবে নাগো তুমি এ।
ট্রেন যদি বা ধাক্কা খায়
তাতে কী বা আসে যায়
আমার বেতন ঠিক বুঝে নিই
হাজার টাকা আনা পাই।
রেলগাড়িটা পড়ে পড়ুক
কেউ না চড়ে নাই বা চড়ুক
তাতে আমার কী-
বুঝেতে পারেননি?
-আহাদ আলী মোল্লা