কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বিদ্যাধরপুর ও ফুলবাড়ি এ দু গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট রক্তক্ষয়ী সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর কিছুটা শান্ত হলেও আবারো বিদ্যাধরপুর গ্রামবাসী মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা সোমবার রাতে ফুলবাড়ি গ্রামের চাষিদের আবাদি জমির ফসল কেটে ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলা হলেও উভয়পক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তড়িৎ পদক্ষেপ না নিলে যেকোনো মুহূর্তে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছে।
গত ২৪ আগস্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদ্যাধরপুর ও পার্শ্ববর্তী ফুলবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ফুলবাড়ি বাজারের অন্তত অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। এদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয়পক্ষ থানায় মামলা দায়ের করে। পুলিশি তৎপরতায় বিষয়টি শান্ত হলেও গতকাল সোমবার রাতে বিদ্যাধরপুরের কিছু উশৃঙ্খল ব্যক্তি ফুলবাড়ি গ্রামের বেশ কয়েকজন চাষির জমির কলাগাছ, কুলগাছ, পুঁইশাক, লাউ, পটল ও মরিচগাছ কেটে সাবাড় করে দিয়েছে। ফলে আবারো দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে জাহাঙ্গীর হোসেনের ৫ কাঠা কলাগাছ, এরেন আলীর ৫ কাঠা পটল, নাসিরউদ্দীনের ৫ কাঠা লাউগাছ, লান্টুর ৫ কাঠা পুঁইশাক, বাদশার ২৫ কাঠা পুঁইশাক, আক্কাস আলীর ১ বিঘা নেপিয়ার ঘাস, ইসলাম হোসেনের ১০ কাঠা মরিচ এবং শহিদুল ইসলামের ৫ কাঠা কুলগাছ কেটে দিয়েছে। এ ঘটনার বিচারের দাবিতে গত মঙ্গলবার সকালে ফুলবাড়ি গ্রামবাসী একজোট হয়ে কাটা ফসল ভ্যানেযোগে এনে কোটচাঁদপুর নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে। নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে গ্রামবাসী সেখান থেকে সরে এসে থানায় অভিযোগ দায়ের করে। থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহিন অভিযোগ পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দু গ্রামবাসীর বিরোধের কারণে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্যই এটি করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে যেভাবেই এ ফসল তসরূপ হোক না কেন দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এতে কোনো ছাড় দেয়া হবে না। এ ঘটনা এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।