দামুড়হুদার জয়রামপুরে বাংলালিংক টাউয়ারের মূল্যবান যন্ত্রাংশ চুরির সময় পুলিশের হানা

 

পাঁচিল টপকে পালিয়েছে সংঘবদ্ধ চোর : মাইক্রোসহ ড্রাইভার আটক

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর বটতলাস্থ বাংলালিংক কোম্পানির লোক পরিচয়ে টাউয়ারের মূল্যবান যন্ত্রাংশ চুরি করার সময় থানা পুলিশ অভিযান চালিয়ে (ঢাকা মেট্রো-গ ১১-১০৪৬) একটি শাদা রঙের মাইক্রোসহ ড্রাইভারকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে টাউয়ারের পাঁচিল টপকে পালিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা। গতরাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া চোরচক্রের সদস্যদের বাড়ি ঝিনাইদহ এলাকায় বলে জানা গেলেও তাদের নাম ঠিকানা জানাননি পুলিশ।