চুয়াডাঙ্গার প্রধান ডাকঘর এলাকা থেকে ৫টি বোমাভর্তি ব্যাগ উদ্ধার

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পোস্টঅফিস বাউন্ডারির মধ্যে পুরাতন পরিত্যক্ত ঘরের নিকট থেকে একটি ব্যাগে রাখা ৫টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বোমাভর্তি ব্যাগটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখে।

জানা গেছে, চুয়াডাঙ্গা পোস্টঅফিস বাউন্ডারের মধ্যে পুরাতন পরিত্যক্ত ঘরের বারান্দার পাশে ব্যাগ পড়ে থাকতে দেখে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি জেলা পুলিশের কন্ট্রোলরুমে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। সদর থানার সেকেন্ড অফিসার আমির আব্বাস, এএসআই তকিবুর রহমান, এএসআই শরিফুল ইসলাম, এএসআই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে পোস্ট অফিসের পুরাতন ঘরের নিকট ছুটে যান। এএসআই তকিবুর রহমান ব্যাগটি উদ্ধার করেন। ব্যাগে ছিলো লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি বোমা। বোমাগুলো কে বা করা কেন ওখানে রেখেছে তা পুলিশ নিশ্চিত করে জানতে পারেনি। তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি।