স্টেশন মাস্টার ঘুমিয়ে : আউট সিগন্যালে ৭ মিনিট সীমান্ত

 

স্টাফ রিপোর্টার: স্টেশন মাস্টার ঘুমিয়ে, সীমান্ত এক্সপ্রেস সিগন্যাল না পেয়ে ঠাঁই দাঁড়িয়ে। হুইচেল দিয়েও চুয়াডাঙ্গা স্টেশন মাস্টারের ঘুম ভাঙেনি। সে কারণে আউট সিগন্যালে প্রায় ৭ মিনিট সীমান্ত এক্সপ্রেস থেমে থেকে শেষ পর্যন্ত চুয়াডাঙ্গা স্টেশনে পৌছুনোর সুযোগ পায়। খুলনাগামী সীমান্ত এক্সেপ্রেসটি আউট সিগন্যাল থেকে চুয়াডাঙ্গা স্টেশনে পৌছায় ১টা ৪০ মিনিটে। যাত্রীদের প্রায় সকলেই ক্ষুব্ধ। বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে তাদের কয়েকজন বলেন, পদস্থ কর্মকর্তারা একটু নজর দিলে স্টেশন মাস্টার এভাবে ঘুমোতে পারেন না, যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয় না।