ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকা থেকে গত সোমবার রাতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান ও তিনটি ককটেল উদ্ধার করেছেন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, সোমবার রাত ৯টার দিকে গোপনসূত্রে খবর পেয়ে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকার ট্রলারঘাটে অভিযান চালান। এ সময় একটি পলিথিন ব্যাগে তিনটি তাজা ককটেল ও পাশে পড়ে থাকা দেশীয় একটি পাইপগান উদ্ধার করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি গোলযোগের প্রেক্ষিতে কেউ নাশকতা সৃষ্টির জন্য এসব অস্ত্র মজুদ করেছিলো বলে র্যাব সূত্রে বলা হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি জিডি করা হয়েছে।