মাতাল মারাদোনার কাণ্ড

মাথাভাঙ্গা মনিটর: বিতর্কিত কাণ্ডে আবার জড়িয়েছেন দিয়েগো মারাদোনা। এবার ক্রোয়েশিয়ায় এক পানশালায় মদ্যপান করার পর মাতলামি করেছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও কোচ। ছুটি কাটাতে ক্রোয়েশিয়ায় গিয়েছিলেন মারাদোনা। পানশালায় তার পাশের এক লোক আর্জেন্টিনার ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর নাম বলতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। মেয়ে জান্নিনার সাথে আগুয়েরোর ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ডের সাথে সম্পর্ক খারাপ আর্জেন্টিনার কিংবদন্তি মারাদোনার। ওই লোক কোনো কারণে আগুয়েরোর নাম নিতেই হয়তো রেগে যান আর্জেন্টিনাকে ১৯৮৬ সালের বিশ্বকাপ জেতানো তারকা। আগুয়েরোকে উদ্দেশ করে অশ্রাব্য গালাগালও দেন মারাদোনা।
মারাদোনাকে তার বন্ধুরা থামাতে চাইছিলেন, কিন্তু কিছুতেই কিছু মানছিলেন না তিনি। এক পর্যায়ে পানশালার বাইরের রাস্তায় একটি কাচের বোতল ছুড়ে মারেন আর্জেন্টিনার ২০১০ বিশ্বকাপের কোচ। মারাদোনার এ মাতলামির শিকার হয়ে অবশ্য কেউ আহত হননি। আগেও কখনও সমর্থককে লাথি মেরে, কখনও আবার সাংবাদিককে মেরে; নানা সময়ে নানা ঘটনা ঘটিয়ে খবরের শিরোনাম হন মারাদোনা।