দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় সরকারিভাবে সরবরাহকৃত মাছের পোনা ব্যক্তিগত পুকুর থেকে উঠিয়ে জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে মাছের পোনা অবমুক্তকরণ কমিটির মাধ্যমে উপজেলা মৎস্য অফিসের সম্মুখে উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী ও ইউএনও প্রতিনিধি উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রাশেদ আলমের উপস্থিতিতে ওই ৬০ কেজি মাছের পোনা ইউপি সদস্য লিয়াকত আলীর কাছ থেকে বুঝে নেয়া হয় এবং তাৎক্ষণিকভাবে ওই মাছের পোনা দুধপাতিলা বিলে অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর পাকলির বিলে মাছের পোনা অবমুক্তকরাকালীন ইউপি সদস্য লিয়াকত আলী কৌশলে ওই মাছের পোনা মান্নানের ব্যক্তিগত পুকুরে ছেড়ে দেয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান বিষয়টি জানতে পেরে তিনি অভিযুক্ত ইউপি সদস্য লিয়াকত আলীকে দু দিনের মধ্যে ওই মাছের পোনা উঠিয়ে উপজেলা মৎস্য অফিসে জমা দেয়ার নির্দেশ দেন।