গাংনীর ছাতিয়ানের লিটন আগ্নেয়াস্ত্র ও বোমাসহ আটক : সড়ক অবরোধ

 

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের জাহাঙ্গীর আলম লিটনকে (৩৫) আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি থেকে একটি ওয়ান শুটারগান, ৩টি বোমা ও একটি দেশীয় অস্ত্রসহ (ডেগার) আটক করা হয়। আটকের ঘটনাটি ষড়যন্ত্র দাবি করে সকালে বামন্দী বাজারে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে লিটনের সমর্থকরা। সে মটমুড়া ইউনিয়ন যুবলীগ যুগ্মসাধারণ সম্পাদক বলে জানা গেছে।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে ছাতিয়ান গ্রামে লিটনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় অস্ত্র ও বোমাসহ তাকে আটক করে গাংনী র‌্যাব ক্যাম্পে আনা হয়। র‌্যাবসূত্রে আরো জানা গেছে, লিটনের নামে চাঁদাবাজি, বোমবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের কয়েকটি মামলা রয়েছে। র‌্যাব ও পুলিশের হাতে একাধিকবার অস্ত্রসহ আটকও হয়েছিলো। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে সে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। এ বিষয়ে তথ্য-প্রমাণ জোগাড়ের পাশাপাশি তাকে আটকে অভিযান চলছিলো। তথ্য-প্রমাণ নিয়েই আটক অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি নূরুজ্জামান শেখ। গতকালই তার নামে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়। পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানায় র‌্যাব।

এদিকে ষড়যন্ত্র করে লিটনকে ফাঁসানো হয়েছে দাবি করে তার মুক্তির জন্য বামন্দী বাজারে সড়ক অবরোধ করে তার সমর্থকরা। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যানবাহন চলাচল অচল হয়ে পড়ে। অবরোধকালে কান্নায় ভেঙে পড়েন লিটনের ছোট ভাই মিজানুর রহমান মিজান। মিজান অভিযোগ করেন, বামন্দীর ফিরোজ নামের এক ব্যক্তি ষড়যন্ত্র করে তার বাড়িতে অস্ত্র রেখে ধরিয়ে দিয়েছে। লিটন জামিন পেয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলো।

সকাল নয়টার দিকে অবরোধ স্থলে পৌঁছান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম। তার মধ্যস্থতায় সাড়ে নয়টার দিকে অবরোধ প্রত্যাহার করেন লিটনের সমর্থকরা। লিটনের বিষয়টি সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন ওসি। ষড়যন্ত্র করে লিটনকে আটক করা হয়েছে জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনসহ নেতৃবৃন্দ।