ঝিনাইদহ অফিস: স্কুল শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবার সাথে সম্পৃক্ত করে সঞ্চয়ের মানসিকতা সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ঝিনাইদহ শাখা এ ক্যাম্পেইনের আয়োজন করে। এতে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ঝিনাইদহ শাখার ম্যানেজার কেএম আনিসুর রহমান, জেনারেল ব্যাংকিং ডিভিশন ইনচার্জ মো. শহিদুল ইসলাম, শিক্ষক আলী রেজা, আক্তারুজ্জামান, ব্যাংকের কাস্টমার সার্ভিস অফিসার সুরভী খন্দকার, সেলস অফিসার প্রবীর কুমার মিত্র, মোহাম্মদ আল রিফাত, সাইফুজ্জামান, আবু যুবায়ের রেজা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সঞ্চয়ের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখতে ছাত্রছাত্রীদের ব্যাংকিং সেবার আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে। স্কুল ব্যাংকিং কর্মসূচি গ্রহণের ফলে আঠারোর নিচের বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এখন নিজ উদ্যোগে ব্যাংকে হিসাব খুলতে পারছে। অন্যদিকে অল্প বয়স থেকেই তাদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা গড়ে উঠছে। স্কুল ব্যাংকিঙের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড আরো এক ধাপ এগিয়ে যাবে। অনুষ্ঠানে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ব্যাংকের সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করতে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক আবুল হোসেন হাওলাদার জানান, ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা স্কুল ব্যাংকিং হিসাব খুলতে পারবে। কমপক্ষে ১০০ টাকা জমা করে শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকরা এসব হিসাব পরিচালনা করতে পারবেন। হিসাব খোলার সময় হিসাবধারী এবং পরিচালনাকারী উভয়ের জন্ম-পরিচয় নিশ্চিত করতে হবে ব্যাংককে। তবে এই ব্যাংক একাউন্টে কোনো চার্জ কাটা হবে না। এটিএম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলনসহ ৫ ও ১০ বছর মেয়াদী ডিপিএস হিসাব খোলা যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে।