স্টাফ রিপোর্টার: সৃজনশীল বাংলা বইয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনীকে বিকৃত করার অভিযোগে পাঞ্জেরি ও লেকচার প্রকাশনীর সৃজনশীল বাংলা বইয়ের গাইড বই বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এর আগে এই তথ্যের প্রমাণ পেয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের থেকে বই দুটি বাজেয়াপ্ত করার বিষয়ে নির্দেশনা দেয়া হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মজীবনী বিকৃত করার দায়ে গাইড বই প্রকাশনা দুটির বিরুদ্ধে মামলার নির্দেশনাও দেয়া হবে।এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, ‘মঙ্গলবার সকালে এ বিষয়ে বৈঠক হবে। বৈঠক থেকে নির্দেশনা জানানো হবে।’