ভারতের বিরুদ্ধে বয়কট

মাথাভাঙ্গা মনিটর: কয়দিন আগেই আইপিএলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ইয়ান বোথাম। সাবেক ইংলিশঅলরাউন্ডারের মতে,আইপিএল বন্ধই করে দেয়া উচিত। অবশ্য আইপিএল সোনার ডিমপাড়া হাঁস বলে এর পক্ষে দাঁড়ানোর লোকের অভাব হয়নি। তবে জিওফ বয়কটউচ্চকণ্ঠ আইপিএলের বিপক্ষে নয় খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেই।তার মতে ভারতীয় ক্রিকেট বোর্ড মাত্রাতিরিক্ত শক্তিশালী একটি সংগঠন। এরশক্তিমত্ত্বা ক্রিকেটের জন্য একেবারেই মঙ্গলকর নয়।  ক্রিকেটে ভারতেরএকচ্ছত্র দাপটটা একেবারেই পছন্দ নয় বয়কটের, একটি দেশ যখন বিরাট ক্ষমতারঅধিকারী হয়, সেটি খেলার জন্য কখনোই ভালো হয় না। এতে অন্য দেশগুলোর ভীতিতৈরি হয়। সত্যি এখন সব সিদ্ধান্ত হচ্ছে ভারতের ইচ্ছেমতো।বিসিসিআইয়েরদাপটের বিপক্ষে দাঁড়ালেও বয়কট অবশ্য আইপিএল প্রসঙ্গে বোথামের সাথে পুরোপুরি একমত নন। এ প্রসঙ্গে সাবেক ইংলিশ অধিনায়কের মন্তব্য, মনে করি নাআইপিএল দায়ী। ভারত শক্তিশালী,আইপিএল নয়। আইপিএল ক্রিকেটের জন্য বরংভালো।