স্টাফ রিপোর্টার: গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্ব হকি লিগের পরের রাউন্ডে পা রাখল বাংলাদেশ।গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ ম্যাচে ফরোয়ার্ড হাসানজুবায়ের নিলয়ের হ্যাটট্রিকে হংকংকে ৩-১ গোলে হারিয়েছে মামুনুর রহমানচয়নের দল।অবশ্য গত মার্চে এশিয়ান গেমসের বাছাইপর্বে এ হংকংকে ৫-১গোলে হারিয়েছিলো বাংলাদেশ। গতপরশু বিশ্ব হকি লিগে শ্রীলঙ্কাও হংকংকেউড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। ফলে হংকংয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেবড় ব্যবধানে জয়ের আশা করেছিলো সমর্থকেরা। এ ক্ষেত্রে সমর্থকদের প্রত্যাশাপূরণ করতে পারেনি বাংলাদেশ।বাংলাদেশের পক্ষে নিলয় তিনটি গোল করেন ২৭, ৪৪ ও ৫৪ মিনিটে। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করে হংকং।