ওয়ানডের শীর্ষ ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স

 

 

মাথাভাঙ্গা মনিটর: ওয়ানডে ব্যাটসম্যানদের ৱ্যাকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকারওয়ানডে দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। আইসিসি কর্তৃক সর্বশেষ প্রকাশিতৱ্যাকিংয়ে ৮৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ডি ভিলিয়ার্স।দ্বিতীয়স্থানে আছেন আরেক দক্ষিণ আফ্রিকান হাশিম আমলা। ৮৫৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরেআছেন প্রোটিয়াস টেস্ট অধিনায়ক। আর তিন নম্বরে ভারতের বিরাট কোহলি।

বাংলাদেশিব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন অলরাউন্ডার সাকিব আল-হাসান।বর্তমানে নিষিদ্ধের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে না পারলেও ৫৯৯ পয়েন্টনিয়ে ৩১ নম্বরে সাকিব।এছাড়া ওপেনার তামিম ইকবাল ৩৪ ও অধিনায়ক মুশফিকুর রহিম আছেন ৩৯ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৫৮২ ও ৫৭৭।সাকিব আল-হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান সেরা ৫০ এ জায়গা করে নিতে পারেননি।