১৩ মাসের সন্তান কোলে নিয়ে……..

 

 

স্টাফ রিপোর্টার: ১৩ মাসের শিশুসন্তান কোলে নিয়ে তার পিতৃত্বের দাবিতে পুত্রবধূ ছুটে এসেছে তার শ্বশুরালয়ে। পুত্রবধূ নাতি নিয়ে তার শ্বশুরবাড়িতে প্রবেশ করায় শ্বশুর-শাশুড়ির মাথায় হাত। কারণ তার ছেলের এ কম্ম নাকি জানে না তারা। তাদের ছেলে কবে করলো বিয়ে? কবেই বা হলো তাদের সন্তান?এসব প্রশ্নের জবাব খুঁজলেও বিষয়টি দামুড়হুদা বাজার সংলগ্ন আবাসিক এলাকায় গতকাল প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়।

সন্তান কোলে নিয়ে স্বামীগৃহে অধিকার আদায়ে হাজির যুবতী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, দামুড়হুদার আনোয়ার হোসেনের ছেলে আব্দুস সালাম ওরফে জুয়েল চুয়াডাঙ্গায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। এ পড়াশুনার ফাঁকে ফাঁকে সে তারই এক সহপাঠীর সাথে মন দেয়া-নেয়া করে। একপর্যায়ে তাকে বিয়ে করে। বিয়ে গোপন রাখলেও তাদের দাম্পত্য চলতে থাকে।

এ দম্পতির সংসারে নতুন এক অতিথি চলে আসে। এ ফুটফুটে নতুন অতিথির বর্তমান বয়স ১৩ মাস। এরা বিয়ে করে আরও ১৫ মাস আগে। এতো কিছুর পরও এই ছেলে তার পিতা-মাতাকে কিছুই বলেনি। সপ্তাখানেক আগে হঠাৎ করে এই ছেলে তার মোবাইলফোন বন্ধ করে মেয়েটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। শিশুসন্তান নিয়ে মেয়েটি পড়েছে মহাবিপদে। তাই বাধ্য হয়ে সে ছুটে আসে তার অধিকার আদায়ে শ্বশুরালয়ে।