টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে জেলা পরিষদের আর্থিক অনুদান

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে পরিবার প্রতি ৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন।

আর্থিক সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন- পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মল্লিক সাঈদ মাহবুব, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার আব্দুল খালেকসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।এছাড়াদামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার আশরাফ আলী, আওয়ামী লীগ ১নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আয়ুব আলী, মইনুল হক, সেলিম উদ্দিন, সাইফুল ইসলাম ও মোহাম্মদ মিন্টু।

সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো হলো- তারিকুল, লিয়াকত আলী, মিজানুর,আমির, গোলাম সরোয়ার, ফুলসুরাতন, ফরজ আলী, রেজাউল, জহুরুল, নিজাম, জিন্না খাতুন, আবু তালেব ও আকুবর হোসেন।উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে দামুড়হুদার উজিরপুর গ্রামে টর্নেডোতে বসত-ঘরবাড়ি ও গাছপালা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।