ঝিনাইদহে মাদরাসা শিক্ষার্থীদের মানববন্ধন

 

কালীগঞ্জপ্রতিনিধি: বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের ভর্তি বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার সকালে ঝিনাইদহ জেলা মাদরাসা ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক মাও. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন,দেশের শীর্ষস্থানীয় এ বিদ্যাপীঠের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ (স্নাতক) সম্মান শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ১৪ বিষয়ে বাধায় পড়বে মাদরাসা শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নির্দেশিকা অনুযায়ী‘খ’ ইউনিটের অধীনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক শ্রেণিতে মাদরাসা শিক্ষার্থীদের ভর্তির জন্য ১৪টি বিষয়ে বাংলা ও ইংরেজি বিষয়ে ২০০ নম্বরের শর্তারোপ করা হয়েছে। যা মাদরাসা শিক্ষার্থীদের প্রতি চরম বৈষম্য।এ সমস্ত শর্তারোপের মাধ্যমে মূলত মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দরজা বন্ধ করার ষড়যন্ত্রেরই অংশ। শর্তারোপের কারণে মাদরাসা শিক্ষার্থীরা সকল যোগ্যতা থাকা সত্বেও অধিকাংশ ভালো বিষয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা আরো বলেন, দেশের সর্বোচ্চ আইনে সকলের শিক্ষার সমান সুযোগের নিশ্চয়তা দেয়া হলেও ঢাকা,জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদরাসা পড়ুয়া শিক্ষাথীদের ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসন অহেতুক বিধি নিষেধ আরোপ করেছে। মাদরাসা ছাত্ররা যেখানে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করছে সেখানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সমূহে মাদরাসা শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। দেশের সর্ব ক্ষেত্রে দুর্নীতি-সন্ত্রাসমুক্ত প্রশাসন নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে আসছে মাদরাসা শিক্ষার্থীরা। জাতির দুর্যোগ মুহূর্তে কোরআন-হাদিসের শিক্ষায় শিক্ষিতরাই অগ্রণী থেকেছে সর্বদা। এজন্য বক্তারা উচ্চশিক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ে মাদরাসা শিক্ষার্থীদের ভর্তি বৈষম্য দূর করার জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সদস্য শিহাব উদ্দিন,শরিফুজ্জামান শাওন প্রমুখ। মাদরাসা ছাত্রদের মৌলিক অধিকার আদায়ে মাদরাসার সহস্রাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।