গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা শহরের থানা সড়কের একটি ফিস ফিড গোডাউনের সামনে থেকেবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সোয়া ৯টার দিকে গাংনী থানা পুলিশ বোমাটি উদ্ধার করে পানি-বালিভর্তি পাত্রে থানায় নেয়।
বোমা উদ্ধারকারী গাংনী থানার এএসআই শাহাব উদ্দীন জানান, এম.এইচ এন্টারপ্রাইজ নামের ফিস ফিড ব্যবসায়ীর গোডাউনের দরজার তালার সাথে একটি ব্যাগ ঝোলানো দেখে স্থানীয়রা গাংনী থানায় খবর দেয়। পরে ওই ব্যাগ থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বোমা উদ্ধার করা হয়। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ বোমাটি রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ।