সোনা-দানা দ্বিগুন করার টোপ : প্রতারক পাকড়াও

 

স্বর্ণালঙ্কাআইপ্যাডমোবাইলসেটসহ বিভিন্ন মালামাল উদ্ধার

কালীগঞ্জ প্রতিনিধি:দীর্ঘদিন ধরেই তিনি সোনা-দানা, টাকা-কড়ি দ্বিগুন করে দেয়ার কথা বলে সরলসোজা নারী-পুরুষদের সাথে প্রতারণা করে আসছিলেন। অবশেষে ধরা পড়েছেন তিনি। ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ যশোর কতোয়ালী থানার সহযোগিতায় মুক্তার হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর মুক্তার হোসেন নিজেকে হাফেজ বলে দাবি করলেও প্রতারণার কথা পুলিশের কাছে অস্বীকার করেনি।

জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে যশোর থেকে হাফেজ মুক্তার হোসেন নামের এক প্রতারককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার,১টি আইপ্যাড, মোবাইলসেট ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মুক্তার হোসেন যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের ওমর আলী মাস্টারের ছেলে।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, জেলার কালীগঞ্জ উপজেলা শহরের সাবেক পৌর কাউন্সিলর মাসুদুর রহমান মন্টুর ভাগ্নেবউ তানিয়া বেগমের কাছ থেকে গত এক সপ্তা আগে সোনার গয়না ও নগদ অর্থ দ্বিগুন করে দেয়ার নাম করে প্রতারক মুক্তার প্রায় ১৫ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ গতকাল শনিবার ভোরে যশোর কোতোয়ালী থানার সীতারামপুর গ্রাম থেকে হাফেজ মুক্তার হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার, ১টি আইপ্যাড, মোবাইলসেটসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। বাকি অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করার জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।পুলিশ আরও জানায়, মানুষের চিকিৎসা প্রদান এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ দ্বিগুন করে দেয়ার কথা বলে হাফেজ মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে।