দামুড়হুদার লক্ষ্মীপুর থেকে বোমা তৈরির অভিযোগে একজন আটক

 

 

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নরে লক্ষ্মীপুর গয়েশপাড়া থেকে বোমা তৈরির অভিযোগে ইমরান হোসেন (২২) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করেন স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জ নিজামদ্দীন। পরে সন্ধ্যায় দামুড়হুদার মডেল থানায় হস্তান্তর করা হয়।

এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার নিজ বাড়িতে বোমা তৈরি করার সময় একটি বোমার বিস্ফোরণ ঘটে। সেই থেকে এলাকায় এ বিষয়ে কানাঘোসা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বিকেলে তাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করতে পারিনি পুলিশ। ইমরান লক্ষ্মীপুর গয়েশপাড়ার রফিকের ছেলে।