নেইমারের নৈপুণ্যে ব্রাজিলের জয়

মাথাভাঙ্গা মনিটর: ফিরে এসেছিলো সেই ব্রাজিল বিশ্বকাপের স্মৃতি।কলম্বিয়ার ডিফেন্ডারদের একের পর এক ফাউলে মাটিতে লুটিয়ে পড়ছিলেন নেইমার।তবে কোনোভাবেই দমিয়ে রাখা যায়নি তাকে। ম্যাচের শেষের দিকে অসাধারণ এক গোলকরে ব্রাজিলকে দারুণ এক জয় এনে দিয়েছেন বার্সেলোনার এ তারকা।

মায়ামির সান লাইফ স্টেডিয়ামে শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার সকালে) নেইমারের এই একমাত্র গোলেই কলম্বিয়াকে হারায় নিজেরদেশের বিশ্বকাপে সমর্থকদের হতাশ করা ব্রাজিল। আর দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের দায়িত্বেএসে প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেন দুঙ্গা।