কাজি নাসির উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা

 

স্টাফ রিপোর্টার: বিয়ের মূল কাবিননামা নিকাহ রেজিস্ট্রার থেকে বিনষ্ট অথবা গোপন করার অভিযোগে চুয়াডাঙ্গা পৌর এলাকার ২ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার কাজি নাসির উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নথিভুক্ত করে কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বর্তমানে মামলার চার আসামি চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দী রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের শিপন আলীর মেয়ে শিরিনা খাতুন (১৯) বাদী হয়ে সদর থানায় মামলটি দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সি আদালতের আদেশে মামলাটি গ্রহণ এবং নথিভুক্ত করেন। মামলার আসামিরা হলেন-চুয়াডাঙ্গা পলাশপাড়ার মৃত ছাত্তার হাজির ছেলে ২নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার কাজি মো. নাসির উদ্দিন (৪৫), পলাশপাড়ার সুবাদ আলীর ছেলে আব্দুল হালিম (৩৫), আরামপাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে নাজমুল হক ওরফে হীরা মৌলভী (৫০) ও পলাশপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে আকরাম হোসেন কাজি (৪৫)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৫ জুলাই সকাল নয়টায় চুয়াডাঙ্গা পলাশপাড়ার ২নং ওয়ার্ডের কাজি অফিসে মো.হাবিবুর রহমানের সাথে বাদী শিরিনা খাতুনের তিনলাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর হাবিবুরের পিতা-মাতা বিয়ের স্বীকৃতি না দিলেও হাবিবুর শিরিনা খাতুনের সাথে স্বামী-স্ত্রীর সম্পর্ক অব্যাহত রাখেন। পরবর্তীতে হাবিবুর রহমান অন্য একটি মেয়ের সাথে বিয়ে করে সংসার করেন। হাবিবুর বাদীর কাছে যৌতুক দাবি করে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন।

২০১৪ সালের ৭ মার্চ যৌতুকের জন্য বাদী শিরিনা খাতুনকে মারপিট করলে হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় হাবিবুর গ্রেফতার হলে জামিনে হাজতমুক্ত করতে নিকাহ রেজিস্ট্রার থেকে বিয়ের মূল কাবিননামা বিনষ্ট অথবা গোপন করেন আসামিরা। আদালতের আদেশ সত্ত্বেও তা দেখাতে ব্যর্থ হলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ গত ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করার আদেশ দেন। আদালতের আদেশ মতে শিরিনা খাতুন বাদী হয়ে গত ৭ আগস্টচুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।

মামলাটি গত ৯ আগস্ট চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে উপস্থাপন করা হলে বিচারক মামলাটি গ্রহণ করেন এবং আগামী ৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য করেন।চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. সোহেল রানা জানান- আসামি নাসির উদ্দিন, আব্দুল হালিম, নাজমুল হক হীরা ও আকরাম হোসেন কারাগারে বন্দী রয়েছেন। তিনি বলেন, আসামিদের নামে দুটি মামলা রয়েছে।

এব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার মো. মঞ্জুর আলম বলেন,চুয়াডাঙ্গা পৌর এলাকার ২নং ওয়ার্ডের কাজি মৌলভী মো. নাসির উদ্দিনসহ চারজনের জেলহাজতে আটকের বিষয়টি স্বীকার করেন। তবে২নং ওয়ার্ডের বিয়ে পড়ানোর দায়িত্ব এখনো কাউকে দেয়া হয়নি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।