বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী গড়াইটুপি মেলার বটতলার মাজারের পাশে চায়ের দোকানের আড়ালে জমজমাট মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে আলম। গভীররাত অবধি মাদকের ঘাটিতে ভিড়জমাচ্ছে উঠতি বয়সী যুবকেরা। ফলে দিনদিন যুবসমাজ এগিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে। এলাকায় বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। অপরদিকে পবিত্র মাজারের পাশে মাদকের ঘাটি গড়ে ওঠায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রামের আলী হোসেনের ছেলে আলম জীবিকার অযুহাতে ঐতিহ্যবাহী গড়াইটুপি মেলার বটতলায় মাজারের পাশে গড়েতোলে চায়ের দোকান। চায়ের দোকানের আড়ালে আলম বিক্রি করে থাকে গাঁজা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য। গভীররাত অবধি চলে আলমের চা বিক্রির নামে মাদকব্যবসা। তার এ মাদকের ঘাটিতে ভিড়জমায় উঠতি বয়সী যুবকেরা। ফলে দিনদিন যুবসমাজ হচ্ছে বিপথগামী। এলাকায় ঘটছে বিভিন্নধরনের অপরাধমূলক কর্মকাণ্ড।
এদিকে পবিত্র মাজারের পাশে মাদকের ব্যবসা খুলে বসায় এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন এলাকাবাসী। এবিষয়ে আলমের সাথে কথা বললে তিনি বলেন, আমি মাদকদ্রব্য বিক্রি করিনা, কেউ দিলে খায়।