মাথাভাঙ্গা মনিটর: মার্কিনযুক্তরাষ্ট্রর প্রায় ১০০ নাগরিক বহনকারী একটি যাত্রীবাহী বিমান ইরানেরদক্ষিণাঞ্চলে জরুরি অবতরণ করেছে। বিমানটি আফগানিস্তানের বাগরামের মার্কিনবিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিলো। জরুরি অবতরণের বিষয়টি ইরানের একটি সূত্রনিশ্চিত করেছে।ইরানের বিমানবন্দর কর্মকর্তারা বলেছেন, যাত্রীবাহী এবিমানটি বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিলো। অবশ্য এব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তারা।মার্কিন পররাষ্ট্র দফতরগতকাল (শুক্রবার) বলেছে, উড্ডয়ন পরিকল্পনা সংক্রান্ত আমলাতান্ত্রিক ইস্যুতেগতিপথ পরিবর্তন করে বিমানটি ইরানে অবতরণ করে। সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইদুবাই এয়ারলাইন্সের ভাড়া করা এ বিমান ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগানপ্রদেশের বন্দর আব্বাসে অবতরণ করেছিলো। পরে বিমানটি ইরানি বিমানবন্দর ছেড়েগেছে এবং নিরাপদে দুবাইয়ে অবতরণ করেছে।এক মার্কিন কর্মকর্তা বলেন, বাগরাম থেকে দুবাইয়ের পথে বিমানটি দেরি করে যাত্রা করেছিলো এবং এটির উড্ডয়নপরিকল্পনার সর্বশেষ পরিস্থিতি ইরানকে জানানো হয়নি। এ অবস্থায় ইরানিকর্তৃপক্ষ প্রথমে বিমানটিকে ফিরে যেতে বলে। কিন্তু আফগানিস্তানে ফিরেযাওয়ার মতো পর্যাপ্ত জ্বালানি নেই বলে জানানো হলে বিমানটিকে বন্দর আব্বাসেঅবতরণের নির্দেশ দেয়া হয়।