ইবি ছাত্রলীগের ধর্মঘট প্রত্যাহার :ছাত্র সংগ্রাম পরিষদের ডাক

 

 

ইবি প্রতিনিধি: সম্প্রতি পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘট প্রত্যাহার করেছে। গতকাল শনিবার বিকেলে ইবি ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের ওপর পুলিশি হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানায় হয়।

এদিকে সংঘর্ষের জন্য প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে দায়ী করে তার পদত্যাগের দাবিতে ছাত্রলীগের প্রো-ভিসিপন্থি গ্রুপ ছাত্রলীগের ব্যানার ব্যবহার করতে না পেরে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ডেকেছে। শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়েরে মেন গেটে বহিরাগত ও চাকরি প্রত্যাশীদের নিয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের মাধ্যমে এ ধর্মঘটের ডাক দেয় তারা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ও হালিমের নেতৃত্বে ছাত্রলীগের আরেকটি অংশ একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের। বিক্ষোভ মিছিল শেষে এক পর্যায়ে তারা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক আধা ঘণ্টা মতো অবরোধ করে রাখে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট ভিসি প্রোভিসির গাড়িতে ছাত্রলীগের হামলাকে কেন্দ্র করে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের ৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় ইবি থানার ওসি শরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।